রেডিও টিউন থেকে জীবিত গান ভেসে আসে
আর শৈশবে ফুটেছিল নরক মোছানো গজল;
তার মুখোমুখি সন্ধ্যা নামলে খুব গভীরে
বড় হওয়া উদ্ভাসে ইনফিনিটি শিস কাটত—
ঠোঁটের বিন্দু থেকে কেশে ওঠা—শিমুলবাগান।
সহস্র অবসরে, ভ্রাম্যমাণ টায়ার্ডে একবার তুমি
ট্রেনের ফাঁকা কামরায় মৃদু আলো ধরে রেখ
—ব্যস, একজোড়া নদীর ঢেউ পাশে রেখে
সৎকারে গোসল সেরে নেবে তাবৎ হলুদ পাতা
খুশবোতে জমে থাকা শিশুভ্রম গাইবে গজল
হয়ত শীত হাওয়া নামবে যখন মধ্যপ্রাচ্য থেকে!
এমএইচএস