Logo
Logo

জীবনানন্দ

কবিতা

নরক মোছানো গজল

Icon

টিপু সুলতান

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ১১:২১

নরক মোছানো গজল

রেডিও টিউন থেকে জীবিত গান ভেসে আসে

আর শৈশবে ফুটেছিল নরক মোছানো গজল;

তার মুখোমুখি সন্ধ্যা নামলে খুব গভীরে

বড় হওয়া উদ্ভাসে ইনফিনিটি শিস কাটত—

ঠোঁটের বিন্দু থেকে কেশে ওঠা—শিমুলবাগান।

সহস্র অবসরে, ভ্রাম্যমাণ টায়ার্ডে একবার তুমি

ট্রেনের ফাঁকা কামরায় মৃদু আলো ধরে রেখ

—ব্যস, একজোড়া নদীর ঢেউ পাশে রেখে

সৎকারে গোসল সেরে নেবে তাবৎ হলুদ পাতা

খুশবোতে জমে থাকা শিশুভ্রম গাইবে গজল

হয়ত শীত হাওয়া নামবে যখন মধ্যপ্রাচ্য থেকে!

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর