
সভ্যতা নয়,
আদিম পৈশাচিক নৃত্যে মেতেছে শকুনের দল,
মানবতা আজ ভূলুণ্ঠিত।
তোমরা,
আমরা যারা একবিংশ শতাব্দীর আধুনিক!
দেখো,
হাসছে ওরা তীব্র কটাক্ষ চোখে মেখে,
ওরা হাসছে কারণ ওরা জানে আমরা বর্বর,
কারণ ওরা জানে আগুনের লেলিহান শিখায় যখন স্বদেশ পুড়ছে,
তখন আমরা হাত গুটিয়ে বসে আছি।
কারণ,
ওরা জানে যখন শিশুদের উপর নেমে এল জুলুম,
আমরা কিছুই করিনি ওদের জন্য।
কারণ,
আমরা আধুনিক, আমরা সভ্য!
সভ্যতা কি তবে মুখে আওড়ানো বুলি?
হে ফিলিস্তিন,
মনুষ্যত্ব আজ ভূলুণ্ঠিত,
আমরা লজ্জিত মানুষ হিসেবে,
ভাইয়েরা আমাদের, হে সন্তানেরা আমাদের,
আমরা কিছুই করতে পারিনি
শুধু চেয়ে দেখা ছাড়া।
সভ্যতার আড়ালে আদিম পশুরা খেলায় নেমেছে,
আমরা কিছুই করতে পারিনি, শুধু চেয়ে থাকা ছাড়া।
সুমনা গুপ্তা : কবি, কলাম লেখক ও শিক্ষক, ইংরেজি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
- বাংলাদেশের খবরের জীবনানন্দ (সাহিত্য) বিভাগে লেখা পাঠান এই মেইলে- bksahitya247@gmail.com
এমএইচএস