ব্যথার জ্বালায় ঘুম আসে না
রাত্রি জেগে রই।
তারার সাথে কথা বলি
সুখ গেলি তুই কই।
সুখ যে কেনা যায় না টাকায়
সকলে তা বলে।
স্বাস্থ্য সকল সুখের মূল
সর্বজনে জানে।
দুখের সাথে করি বাস
সুখের জন্য শ্বাস।
সুখ তুমি সোনার পাখি
কতই না তোমার রং
এ জীবন যে ফুরিয়ে গেল,
পেলাম না তার ঢং।
এমএইচএস