মাগো আমার ফুল বাগানে
কে ফুটালো ফুল?
জবা ফুলের নাকের ডগায়
কে পরালো দুল?
টিয়া পাখির রঙিন দেহে
কে টেনেছে তুলি?
কে দিয়েছে ময়না পাখির
কণ্ঠে মধুর বুলি?
সব কিছুরই মালিক আল্লাহ্
সবই তার অধীন,
তার তুলিতে সাজানো এ
আসমান ও জমিন ৷
মাগো আমার ফুল বাগানে
কে ফুটালো ফুল?
জবা ফুলের নাকের ডগায়
কে পরালো দুল?
টিয়া পাখির রঙিন দেহে
কে টেনেছে তুলি?
কে দিয়েছে ময়না পাখির
কণ্ঠে মধুর বুলি?
সব কিছুরই মালিক আল্লাহ্
সবই তার অধীন,
তার তুলিতে সাজানো এ
আসমান ও জমিন ৷