Logo
Logo

জীবনানন্দ

ছড়া

বিজয়ের স্বাদ

Icon

নকুল শর্ম্মা

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১৪:০৯

বিজয়ের স্বাদ
একাত্তরের কাল পেরিয়ে
এলো ডিসেম্বর, 
ঘাত-প্রতিঘাত, চড়াই-উতরাই 
কত আড়ম্বর। 

বিজয় এলো এই মাসেতে 
অনেক ত্যাগের পর,
পরাধীনের শিকল ছিঁড়ে 
এলো খুশির ঝড়।

শহর, বন্দর, গ্রাম ছাড়িয়ে 
বিশ্বে আলোড়ন;
পড়ল সাড়া সবার মনে
ঘুচল নির্যাতন।

বাঙালিদের বিজয় নিশান 
অবাক চোখে দেখে, 
ডিসেম্বরের ষোল তারিখ 
বিজয়ের স্বাদ মেখে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর