একাত্তরের কাল পেরিয়ে
এলো ডিসেম্বর,
ঘাত-প্রতিঘাত, চড়াই-উতরাই
কত আড়ম্বর।
বিজয় এলো এই মাসেতে
অনেক ত্যাগের পর,
পরাধীনের শিকল ছিঁড়ে
এলো খুশির ঝড়।
শহর, বন্দর, গ্রাম ছাড়িয়ে
বিশ্বে আলোড়ন;
পড়ল সাড়া সবার মনে
ঘুচল নির্যাতন।
বাঙালিদের বিজয় নিশান
অবাক চোখে দেখে,
ডিসেম্বরের ষোল তারিখ
বিজয়ের স্বাদ মেখে।