Logo

জীবনানন্দ

ছড়া

পিঠার আমেজ

Icon

শামসুল আরেফীন

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১৬:১৮

পিঠার আমেজ

শীতের দিনে ঘরে ঘরে
বানায় হরেক পিঠা,
খেজুরের গুড় দিলে পিঠায়
লাগে অনেক মিঠা।

আমার কাছে চিতল পিঠা
দারুণ মজা লাগে,
পিঠার সাথে মিঠা হলে
হাতটা বাড়াই আগে।

শীতের কালে সবার ঘরে
পিঠার আমেজ চলে,
যুবক বৃদ্ধ সবাই শুধু
পিঠার কথা বলে।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর