‘এখন যৌবন যার’ গানের ভিডিও দেখে যেতে পারলেন না হেলাল হাফিজ
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৮
মুক্তিযুদ্ধের চেতনায় জাগানো ‘এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’ কবিতা থেকে গান শুনলেও, মিউজিক ভিডিও দেখে যেতে পারলেন না কবিতাটির স্রষ্টা কিংবদন্তি কবি হেলাল হাফিজ।
জানা গেছে, কবির বিশেষ অনুরোধে কবিতাটি গানে রূপান্তরের জন্য অনুমতি পান যুক্তরাষ্ট্র প্রবাসী শিল্পী কৌশলী ইমা। মুক্তিযুদ্ধভিত্তিক এবং সমকালীন গানের জন্য পরিচিত ইমা নিউইয়র্কে এই গানটি রেকর্ড করেছিলেন।
গানটি রেকর্ড করার পর কবি হেলাল হাফিজের কাছে পাঠানো হলে তিনি শিল্পীকে প্রশংসা করে ধন্যবাদ জানান। কিন্তু দুঃখজনকভাবে কবি এই গানের মিউজিক ভিডিওটি দেখার আগেই পাড়ি জমালেন অনন্তলোকে।
মুক্তিযুদ্ধের পটভূমি এবং ঐতিহাসিক মুহূর্তের ছবি ও ভিডিও নিয়ে প্রায় ৮ বছর আগে এই ভিডিও সম্পাদনা হয়েছে। এতে রয়েছে ইংরেজি সাবটাইটেলও, যা আন্তর্জাতিক দর্শকদের জন্য একটি বিশেষ সুবিধা।
গানটি তৈরির জন্য প্রস্তাবনা এবং পরিকল্পনা গ্রহণ করেন প্রবাসী লেখক ও বীর মুক্তিযোদ্ধা ফারুক ওয়াহিদ। সঙ্গীতায়োজন করেন নিউইয়র্কের বিশিষ্ট সঙ্গীত পরিচালক নাদিম আহমেদ এবং সুর করেন কবি, লেখক ও সাংবাদিক ছাবেদ সাথী।
এ প্রসঙ্গে কৌশলী ইমা বলেন, এটি আমার শিল্পী জীবনের একটি স্মরণীয় ঘটনা। কবি হেলাল হাফিজের ‘এখন যৌবন যার’ গান গাওয়ার মাধ্যমে আমি আশা করি, তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হবে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হবে। ‘এই গানটি বাঙালি সঙ্গীত জগতের একটি মাইলফলক হয়ে থাকবে’- যোগ করেন ইমা।
উল্লেখ্য, কৌশলী ইমা মুক্তিযুদ্ধ, রাজনীতি, দেশপ্রেম এবং মানবপ্রেমের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গান গেয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা পেয়েছেন। তিনি ঢাকা সরকারি সঙ্গীত মহাবিদ্যালয় থেকে লোকসঙ্গীতে স্নাতক এবং লালমাটিয়া মহিলা কলেজ থেকে বাংলা সাহিত্যে মাস্টার ডিগ্রি লাভ করেছেন। তার গাওয়া গানগুলো সমাজের নানা সমস্যা নিয়ে সচেতনতা সৃষ্টি করেছে।
এটিআর/এমএইচএস