বৈষম্যহীন বৈষম্যে তুমি,
আমি
আমাদের জীবন। আমাদের
হাত থেকে হাত আলাদা
পা থেকে পা। ভিন্ন
সংবিধানে ভিন্নরকম পথ,
আলাদা টেবিলে চলে
জনতার ভিন্ন মতামত।
প্রেম যেন জটাধারী সাধু
ছদ্মবেশে সীতাকে নিয়ে
রামের জন্য রেখে গেছে
বিরহের চারুপাঠ,
দরজার দুপাশেই কপাট
মাঝখানে অসাধ্য চৌকাঠ।
এমএইচএস