Logo
Logo

জীবনানন্দ

কবিতা

আমাদের জীবন

Icon

নেহাল হাফিজ

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫

আমাদের জীবন

বৈষম্যহীন বৈষম্যে তুমি,
আমি
আমাদের জীবন। আমাদের
হাত থেকে হাত আলাদা
পা থেকে পা। ভিন্ন
সংবিধানে ভিন্নরকম পথ,
আলাদা টেবিলে চলে 
জনতার ভিন্ন মতামত।
প্রেম যেন জটাধারী সাধু
ছদ্মবেশে সীতাকে নিয়ে
রামের জন্য রেখে গেছে
বিরহের চারুপাঠ,
দরজার দুপাশেই কপাট
মাঝখানে অসাধ্য চৌকাঠ। 

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর