সাজানো সুরম্য প্রাসাদ আপনা থেকেই ধসে পড়েছে।
শিকড়সমেত উড়ে গেছে প্রাচীন বট।
খোলা মাঠের শান্ত হাওয়ারা প্রচণ্ড ঝড়োবেগে বইছে আজ।
শান্ত নদীর জলেও লেগেছে প্লাবন।
সবুজ পাহাড় থেকে লাল লাভা নির্গত হতে হতে গাছপালা ভস্মীভূত।
শীতলপাটি সদৃশ মাটিও আজ মরু!
স্বর্গের ফুলবাগানে লেগেছে মড়ক।
সমুদ্রের তলদেশে রঙবেরঙের মাছের স্থানে
বিষধর সাপের আনাগোনা।
সূর্যের আলোর তীক্ষ্ণতা ঝলসে দিচ্ছে চোখ!
অবিরাম বৃষ্টিতে ভিজেও শরীর জ্বলেপুড়ে খাক।
দূর আকাশ থেকে একটি পাখি তীরবিদ্ধ হয়ে আছড়ে পড়েছে মাটিতে!
আজ ভালোবাসা আর বিশ্বাসের বিচ্ছেদ হলো!
এমএইচএস