Logo
Logo

জীবনানন্দ

কবিতা

ছন্দপতন

Icon

অজিতা মিত্র

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৯

ছন্দপতন

সাজানো সুরম্য প্রাসাদ আপনা থেকেই ধসে পড়েছে।
শিকড়সমেত উড়ে গেছে প্রাচীন বট।
খোলা মাঠের শান্ত হাওয়ারা প্রচণ্ড ঝড়োবেগে বইছে আজ।
শান্ত নদীর জলেও লেগেছে প্লাবন।
সবুজ পাহাড় থেকে লাল লাভা নির্গত হতে হতে গাছপালা ভস্মীভূত।
শীতলপাটি সদৃশ মাটিও আজ মরু!

স্বর্গের ফুলবাগানে লেগেছে মড়ক।
সমুদ্রের তলদেশে রঙবেরঙের মাছের স্থানে
বিষধর সাপের আনাগোনা।
সূর্যের আলোর তীক্ষ্ণতা ঝলসে দিচ্ছে চোখ!
অবিরাম বৃষ্টিতে ভিজেও শরীর জ্বলেপুড়ে খাক।
দূর আকাশ থেকে একটি পাখি তীরবিদ্ধ হয়ে আছড়ে পড়েছে মাটিতে!

আজ ভালোবাসা আর বিশ্বাসের বিচ্ছেদ হলো!

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর