এই যে এত যাচ্ছে চলে নিয়ম ভাঙার দিন
কেই বা রাখে হিসেব তাহার
কার কাছে বা কে করেছে পাহাড় সমান ঋণ!
তবু যখন ইচ্ছেগুলো মাঝে মাঝে আকাশ ছুঁতে চায় অলীক কিছু বাধা এসে
ঠিক তখনই মনের ঘরে প্রাচীর হয়ে দাঁড়ায়।
এই যে আবার দিন যাপনের অলস সময়গুলো
নিমগ্নতার আগল ভেঙে
স্বাধীন উড়ে ভাসে যেমন সবীজ শিমুল তুলো
তবুও কি পায় খুঁজে সে নিজের কোনো মূল ঠিকানা!
অথবা কোন কুহক মায়ায়
সুপ্তিভাঙার মোহ ফেলে রুদ্ধ রাখে নিজের ইচ্ছে-ডানা?
এই যে যেমন সাগর তীরের নরম বালুর রাশি
ঢেউয়ের ছোঁয়ায় জীবন পেতে চায়
কী আছে তার দেবার মতো, বন্ধু যদি হয় বিশ্বাসী
গহিন ডুবে দ্বিধাহীনে হারিয়ে যাওয়া যায়।
মাতাল হাওয়ায় ভেঙেচুরে
লুটোপুটি খেয়ে খেয়ে সীমানা সে ঠিকই খুঁজে পায়।
এমএইচএস