মিছিলে তুমি সবার আগে ছিলে-
তাই তোমার সাথে আর দেখা হয়নি।
তোমার বুকে পিঠে
কোনো এক শিল্পী এঁকে দিয়েছিল
গণতন্ত্র মুক্তির ছবি।
আর তোমার চারপাশে ছিল-
মুক্তিযুদ্ধের লড়াকু ছেলেরা।
উৎসরিত ছিল জয় বাংলার জয়ধ্বনি;
ক্ষেত মজুর আর কারখানার শ্রমিকদের মুখে
ধ্ববনিত প্রতিধ্বনিত হয়েছিল
একটি শাশ্বত স্লোগান ‘গণতন্ত্র মুক্তি পাক'।
যা তোমার বুকে এঁকে দিয়েছিল-
জয়নুল, সুলতান, কামরুল হাসান,
কিরীটী রঞ্জন বিশ্বাস, অথবা যে কোনো শিল্পী।
তুমি ছিলে মিছিলে সবার আগে
তাই তোমার সঙ্গে আর দেখা হয়নি আমার।
কিছু বারুদের গোলা
তোমার বুক ঝাঁজরা করে দিয়েছিল।
লুটিয়ে পড়েছিল গণতন্ত্র ।
তারপর থেকে না নুর হোসেন, না গণতন্ত্র
কাউকে আর দেখা যায়নি।
এমএইচএস