-67af15bcec987.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মোনাজাত
তুমি প্রভু, তুমি মালিক, তুমি আমার রব—
এই পৃথিবীর আলো-বাতাস সৃষ্টি তোমার সব।
পাখির সুরে, নদীর ঢেউয়ে তোমার কলতান,
তুমি অসীম, তুমি মহান, তুমি রহমান।
দুখীকে দাও সুখের ছায়া পথহারাকে পথ,
আমায় ক্ষমা দাও হে গাফুর, দাও গো আলোর রথ।
হাত তুলেছি তোমার কাছে তুমি ক্ষমাশীল,
শবে বরাত পূর্ণ করুক আমার ক্লান্ত দিল।
মুক্তির রাত
ময়না পাখির ছোট্ট ছানা দেখছে চারিপাশে,
গুনগুনাগুন শব্দ শুধু তারই কানে ভাসে।
সাগর-নদী নিরবধি করছে কীসের গান?
সবার মুখের বুলি কেবল ‘তুমি রহমান।’
ছোট্ট ছানা মাকে বলে, আজকে কীসের রাত,
সবাই কেন অশ্রু ফেলে তুলছে কাতর হাত?
মা পাখিটা কোলে নিয়ে বলে আদর করে,
আজকে বরাত-পবিত্র রাত, তাই তো অশ্রু ঝরে।
হাজার রাতের শ্রেষ্ঠ হলো আজকে রাতের আলো,
এই রাতেতে মুক্তি মেলে, দূর হয়ে যায় কালো।