Logo

লাইভ

পবিত্র কোরআন তিলাওয়াত। পারা-০১

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৭:৩৩

পবিত্র কোরআনের ১১৪টি সুরাকে ৩০ ভাগে ভাগ করা হয়েছে। পরিভাষায় যেগুলোকে পারা বলা হয়। মাহে রমজানে বাংলাদেশের খবরের পাঠক-শ্রোতাদের দিনে এক পারা করে তিলাওয়াত উপহার দেওয়া হবে ইনশাআল্লাহ। তিলাওয়াত করেছেন রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত মাদরাসাতুল মারওয়াহর প্রতিষ্ঠাতা মুহতামিম হাফেজ মাওলানা কারী মাঈনুদ্দীন ওয়াদুদ। 

রোববার (১ রমজান, ২ মার্চ) রইল প্রথম পারার তিলাওয়াত। আজকের তিলাওয়াতে রয়েছে সুরা ফাতিহা ও সুরা বাকারার প্রথম ১৪১টি আয়াত।

তিলাওয়াত করা দু’টি সুরার সংক্ষিপ্ত সারমর্ম
নবীজী (সা.)-এর ওপর নাজিলকৃত প্রথম পূর্ণাঙ্গ সুরা- সুরা ফাতিহা। মোট দুবার এই সুরা নাজিল হয়েছে; একবার মক্কায় ও আরেকবার মদিনায়। এটি কোরআনের প্রথম সুরা। ফাতিহা মানে প্রারম্ভিকা। এ সুরার মাধ্যমে কোরআনের শুরু হয়েছে, তাই এর নাম রাখা হয়েছে ফাতিহা। এ সুরাকে ‘ফাতিহাতুল কিতাব বা কোরআনের মুখবন্ধ,  ‘কোরআনের গুপ্তভাণ্ডার’, ‘কোরআনে মা’ ও ‘কোরআনের সার’ বলা হয়। (জামে তিরমিজি, হাদিস: ২৮৭৫)। নামাজে এ সুরা পড়া আবশ্যক।

সুরা ফাতিহার প্রথম তিনটি আয়াতে আল্লাহর প্রশংসা এবং শেষের তিনটি আয়াতে মানুষের পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও দরখাস্তের বিষয়বস্তুর সংমিশ্রণ। মাঝের একটি আয়াত প্রশংসা ও দোয়া মিশ্রিত। (তাফসিরে মাআরেফুল কোরআন, মুফতি মুহাম্মাদ শফি, অনুবাদ : মাওলানা মহিউদ্দিন খান, পৃষ্ঠা : ২)

সুরা ফাতিহা আল্লাহর পক্ষ থেকে রাসুলুল্লাহ (সা.)-এর জন্য বিশেষ নুর—যা অন্য কোনো নবী-রাসুলকে দেওয়া হয়নি। (মুসলিম, হাদিস : ১৭৫০)। শরিয়তসম্মত রুকইয়ার ক্ষেত্রে সুরা ফাতিহার উপকারিতা শীর্ষে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সুরা ফাতিহা মৃত্যু ছাড়া সব রোগের মহৌষধ।’ (শুয়াবুল ইমান, বাইহাকি, হাদিস : ২৩৭০)। সাহাবায়ে কেরাম এ সুরার মাধ্যমে ঝাড়ফুঁক করেছেন। চমৎকার ফলও পেয়েছেন।

আর সুরা বাকারায় ইসলামের বহু গুরুত্বপূর্ণ বিধানের আলোচনা রয়েছে। কোরআনের বৈশিষ্ট্য, বিশ্বাসী-অবিশ্বাসী এবং মুনাফিকদের পরিচয়, পৃথিবীতে মানুষের আগমন, ফেরেশতাদের সেজদা, ইবলিশের সেজদায় অস্বীকৃতি ও অহংকার, ইবরাহিম (আ.)-এর কোরবানি, কাবাঘর নির্মাণ, নবীজীর (সা.) যুগে কিবলা পরিবর্তনের কারণ ও যৌক্তিকতা, হালাল-হারামের নীতিমালা, অবৈধ পন্থায় সম্পদ উপার্জন, হত্যার অপরাধে হত্যা ও ক্ষমার বিধান, রমজানের রোজা, হজ, খুন, গাভি নিয়ে বনি ইসরাইলের বাড়াবাড়ি, হারুত-মারুতের কাহিনি, চান্দ্র তারিখ ব্যবহারের প্রতি উৎসাহসহ গুরুত্বপূর্ণ বিষয় বিবৃত হয়েছে।

বিএইচ/

পবিত্র কোরআন তিলাওয়াত

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর