Logo

গণমাধ্যম

শরীরের মধ্যে কীভাবে সোনা লুকিয়েছিলেন, জানালেন অভিনেত্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৪:০২

শরীরের মধ্যে কীভাবে সোনা লুকিয়েছিলেন, জানালেন অভিনেত্রী

কন্নড় অভিনেত্রী রান্যা রাও সোনা পাচার মামলায় নতুন বয়ান দিয়েছেন। বর্তমানে তিনি ডিআরআই হেফাজতে রয়েছেন। গোয়েন্দারা তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন। গ্রেপ্তারির পর রান্যা প্রথমে দাবি করেছিলেন যে অতীতে দু'বার একইভাবে দুবাই থেকে সোনা এনেছিলেন। তবে এখন তিনি জানালেন, ৩ মার্চই প্রথমবার সোনা পাচারের চেষ্টা করেছিলেন।

গোয়েন্দাদের কাছে রান্যা জানিয়েছেন, সোনা পাচারের কৌশল তিনি ইউটিউবের ভিডিও দেখে শিখেছেন। তিনি বলেন, ‘সোনার বার দুটি প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ছিল। তারপর বিমানবন্দরের বাথরুমে ঢুকে সেগুলি নিজের শরীরের সঙ্গে বেঁধে নিই, এমনকি জুতোর মধ্যেও সোনার বার লুকিয়ে ফেলি।’

আরও পড়ুন : ‘সম্পর্কের রং’ বদলে যাওয়ার কারণ জানালেন ক্যাটরিনা

তিনি আরও বলেন, ‘গত ১ মার্চ তাকে একটি বিদেশি নম্বর থেকে ফোন করা হয়েছিল, যেখানে দুবাই বিমানবন্দরের তিন নম্বর টার্মিনাল গেটে যেতে বলা হয়। সেখান থেকে সোনা সংগ্রহ করে বেঙ্গালুরু পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়।’ তিনি ফোনকারী ব্যক্তির পরিচয় জানেন না এবং তাকে আগে কখনো দেখেননি বলে দাবি করেন।

৩ মার্চ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ কোটি টাকার সোনাসহ গ্রেপ্তার হন রান্যা। তবে এখনো পর্যন্ত সোনা পাচারের এই চক্রে আরও কারা জড়িত, তা জানা যায়নি।

  • এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর