‘খবরওয়ালা’র সম্পাদক ও প্রকাশকের দায়িত্বে জাকিরুল হক টিটন

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৩:৪৬

জাকিরুল হক টিটন
বাংলা ও ইংরেজি ভাষায় যাত্রা শুরু করা নিউজ পোর্টাল ‘খবরওয়ালা’র সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব নিয়েছেন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও সমাজকর্মী এ বি এম জাকিরুল হক টিটন।
মহান ভাষার মাস গত ফেব্রুয়ারির প্রথম দিন থেকে একঝাঁক তরুণ ও মেধাবী সংবাদকর্মী নিয়ে যাত্রা শুরু করে খবরওয়ালা। বিশ্বের আরও একাধিক ভাষায় সংবাদ প্রকাশের পরিকল্পনা রয়েছে সংবাদমাধ্যমটির।
এর আগে জাকিরুল হক টিটন অনলাইন নিউজ পোর্টাল ‘পূর্বপশ্চিম বিডি’র সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি বগুড়া জার্নালিস্ট নেটওয়ার্কের যুগ্ম আহ্বায়ক। ছাত্রজীবন থেকে ছাত্ররাজনীতির পাশাপাশি তিনি লেখালিখি ও লিটল ম্যাগাজিন প্রকাশ করে আসছেন।
সম্প্রতি তিনি মনোয়ারুল হকের ওপর ‘সময়ে সুবর্ণ স্বর’ শিরোনামে একটি স্মরণিকা প্রকাশ করেছেন। এ ছাড়া ‘আমার বন্ধু পীর হাবিব' শিরোনামে নিবন্ধ লিখেছেন, যেখানে তার বন্ধু পীর হাবিবুর রহমানের সঙ্গে তাদের বন্ধুত্ব ও যৌথ সাংবাদিকতা জীবনের স্মৃতি বর্ণনা করেছেন।
বগুড়ার সন্তান জাকিরুল হক টিটন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদে (রাকসু) পর পর দুই বার নির্বাচিত পত্রিকা সম্পাদক ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আজীবন সদস্য ও বিভিন্ন পদে থেকে সমাজকল্যাণে নিবেদিত রয়েছেন।
জাকিরুল হক টিটন দায়িত্ব নেওয়ার পর অল্প সময়েই পাঠকের কাছে সমাদৃত হয়েছে খবরওয়ালা। প্রথম মাসেই পোর্টালটির সংবাদ ৩৩ লাখের বেশিবার পাঠক-দর্শকের কাছে পৌঁছেছে। ফেসবুক পেজে প্রায় ৭০ হাজার ফলোয়ার সংযুক্ত হয়েছে। এছাড়া ইউটিউব, এক্স (সাবেক টুইটার) ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মেও খবরওয়ালা নিউজের প্রসার ঘটছে।
এইচকে/এমবি