Logo

গণমাধ্যম

সংস্কার কমিশনের প্রস্তাব

একটি প্রতিষ্ঠান একটি গণমাধ্যমের মালিক হতে পারবে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১৮:০১

একটি প্রতিষ্ঠান একটি গণমাধ্যমের মালিক হতে পারবে

একটি প্রতিষ্ঠান শুধুমাত্র একটি গণমাধ্যমের মালিক হতে পারবে— এমন সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। শনিবার (২২ মার্চ) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে কমিশনের সদস্যরা তাদের প্রতিবেদন জমা দেন। পরে যমুনায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রতিবেদনটির বিস্তারিত তুলে ধরেন মিশন প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ।  

তিনি বলেন, ‘ওয়ান হাউস, ওয়ান মিডিয়া’ নীতির আওতায় এক প্রতিষ্ঠানের একাধিক গণমাধ্যমের মালিকানা থাকা উচিত নয়।

এছাড়া, সরকারি বার্তা সংস্থা বাসসকে জাতীয় সম্প্রচার সংস্থার সঙ্গে একীভূত করার প্রস্তাবও প্রতিবেদনে রয়েছে।  

সাংবাদিকদের বেতন কাঠামো প্রসঙ্গে বিসিএস ক্যাডারদের ৯ম গ্রেডের সমপর্যায়ের বেতন নির্ধারণ এবং ঢাকায় কর্মরত সাংবাদিকদের জন্য ‘ঢাকা ভাতা’ চালুর সুপারিশ করা হয়েছে।  

এছাড়া, সাংবাদিকদের যোগ্যতা নির্ধারণে ‘ন্যূনতম স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক’ এবং প্রথমে ‘শিক্ষানবিশ সাংবাদিক’ হিসেবে এক বছর কাজ করার পর পূর্ণাঙ্গ সাংবাদিক হিসেবে পদোন্নতি দেওয়ার নিয়ম প্রবর্তনের কথা প্রস্তাবে বলা হয়েছে।  

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গণমাধ্যমে কালো টাকা ঢুকছে এবং রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে মালিকানা দেওয়া হচ্ছে। কমিশনের তথ্য অনুযায়ী, দেশে ৬০০টির মতো পত্রিকা সরকারি বিজ্ঞাপনের জন্য নিবন্ধিত থাকলেও এর মধ্যে মাত্র ৫২টি নিয়মিত প্রকাশিত ও বিক্রিত হয়।  

সাংবাদিকদের নিরাপত্তায় ‘সাংবাদিকতা সুরক্ষা আইন’ প্রণয়নের সুপারিশও করেছে কমিশন, যার খসড়া ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।  

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতিআরা নাসরীন, দ্য ফিন্যানসিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, অ্যাটকো প্রতিনিধি অঞ্জন চৌধুরী, নোয়াব সচিব আখতার হোসেন খান, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদসহ কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।  

কমিশন জানিয়েছে, উত্থাপিত সুপারিশগুলো নিয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সংস্কার পরিকল্পনা নেওয়া হবে।

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর