Logo

জাতীয়

ভুল তথ্য ছড়ানোর মাত্রা নাটকীয়ভাবে বেড়েছে : ফারুক ওয়াসিফ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ২০:৩৬

ভুল তথ্য ছড়ানোর মাত্রা নাটকীয়ভাবে বেড়েছে : ফারুক ওয়াসিফ

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ (বামে) ও পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ। ছবি : বাংলাদেশের খবর

ডিজিটাল যুগে ভুল তথ্য ছড়ানোর গতি ও মাত্রা নাটকীয়ভাবে বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, ‘বিষয়টি মোকাবিলায় মিডিয়ার দায়িত্ব ও জবাবদিহিতা আরও শক্তিশালী করতে হবে।’

রোববার (২৩ মার্চ) বিকেলে পিআইবি সম্মেলন কক্ষে আয়োজিত ‘ভুল তথ্য ও বিভ্রান্তির যুগে মিডিয়া : চ্যালেঞ্জ, দায়িত্ব ও উন্নয়নের পথ’ শীর্ষক সংলাপে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডেভেলপমেন্ট মিডিয়া ফোরামের উদ্যোগে পিআইবি ও অক্সফাম বাংলাদেশ যৌথভাবে এ সংলাপের আয়োজন করে। 

অনুষ্ঠানে ফারুক ওয়াসিফ বলেন, রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা সৃষ্টির জন্য নতুন সরকারের সময়েও একটি পরাজিত মহল অনেক অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচার বাংলাদেশ সম্পর্কে বিশ্বে নেতিবাচক প্রভাব ফেলছে।

পিআইবি মহাপরিচালক আরও বলেন, বিগত সরকারের আমলে ভুল তথ্য বা বাড়িয়ে তথ্য দিয়ে দেশকে মধ্যম আয়ের দেশে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে এখন অর্থনীতির প্রকৃত অবস্থা বোঝা যাচ্ছে। 

সংলাপে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ভুল তথ্য শুধু তথ্য বিকৃতই করে না, বরং সামাজিক উন্নয়ন প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে। এই সমস্যা মোকাবিলায় মিডিয়া, সরকার ও সুশীল সমাজের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

তিনি বলেন, দেশের অনেক গণমাধ্যমের মালিক নিজের ব্যবসা টেকাতে গণমাধ্যম গড়ে তুলেছেন। তাদের একটি অসৎ উদ্দেশ্য শুরু থেকে ছিল। ফলে বুঝতে হবে কাদের কাছে প্রকৃত সত্য মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব রয়েছে। তারা অনেককে টার্গেট করে। ভুল তথ্য দিয়ে সাধারণ মানুষের মনে কনফিউশন তৈরি করে। বারবার বলতে বলতে মিথ্যাকে সত্য বানাতে চায়।

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, আওয়ামী লীগ আগে মিথ্যা উন্নয়নের তথ্য ছড়িয়েছে। এখন পতনের পর অপতথ্য ও ভুয়া তথ্য সুনামির মতো প্রচার হচ্ছে। মূলধারার অনেক মিডিয়া নানান ক্ষেত্রে বাধ্য হয়ে ভুল তথ্য প্রচার করে এখন তারা গুরুত্ব হারিয়েছে। ফলে এখন মূলধারার মিডিয়া ভাইরাল হওয়ার নেশায় যা-তা ছড়াচ্ছে।

সংলাপে পরিবেশগত শাসন, লিঙ্গ অধিকার, অর্থনৈতিক ন্যায়বিচার, দুর্যোগ মোকাবিলা ও রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভুল তথ্য ও বিভ্রান্তির প্রভাব নিয়ে আলোচনা করা হয়। 

সংলাপে আলোচকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ইউল্যাবের স্কুল অব সোশ্যাল সায়েন্সের ডিন ড. দিন এম. সুমন রহমান, ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমেদ, যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আজাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রমুখ। 

জেসি/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর