Logo

গণমাধ্যম

ফরিদপুর জার্নালিস্ট ফোরাম ঢাকার ইফতার মাহফিল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১৪:৪৮

ফরিদপুর জার্নালিস্ট ফোরাম ঢাকার ইফতার মাহফিল

ফরিদপুর জার্নালিস্ট ফোরাম ঢাকার (এফজেএফডি) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৩ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকায় কর্মরত ফরিদপুরের বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি ইসারফ হোসেন ইসার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান (সিআইপি)।

এফজেএফডি’র সাধারণ সম্পাদক আলী আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি অমরেশ রায়, সাবেক সাধারণ সম্পাদক আছাদুজ্জামান, সাজ্জাদ হোসেন খান, রাজিব খান, কামরুল ইসলাম, সৈয়দ আমানত আলী, রেজা মাহমুদ, হাসনাত কাদীর, মেহেদী হাসান শোয়েব, ইমরান রহমান, মাসুদ রানা, মুজাহিদুল ইসলাম, মিজবাহ মোল্যাসহ অন্যান্য সদস্যরা।


এফজেএফডি’র সদস্য মোহাম্মদ বেলায়েত হুসাইন মোনাজাত পরিচালনা করেন। দেশ ও জাতির কল্যাণ কামনার পর ইফতার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। 

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর