Logo

গণমাধ্যম

জাতীয় প্রেসক্লাবের মেহেদি উৎসব অনুষ্ঠিত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১৯:১২

জাতীয় প্রেসক্লাবের মেহেদি উৎসব অনুষ্ঠিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও জাতীয় প্রেসক্লাব ও ঢাকাবাসী সংগঠনের যৌথ উদ্যোগে মেহেদি উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সদস্যদের পরিবারের অংশগ্রহণে উৎসবটি আকর্ষণীয় হয়ে ওঠে। 

সোমবার (২৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই উৎসবের আয়োজন করা হয়। 

এতে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, ঢাকাবাসী সংগঠনের সভাপতি মো. শুকুর সালেক, পলিন কসমেটিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. বজলুর রহমান, ঢাকাবাসীর সহ-সভাপতি শিরিন সুলতানা ও মহানগর কমিটির লুৎফুর আহসান বাবু।

মেহেদী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন সৈয়দা ডলি ইকবাল ও তানিয়া আক্তার জুটি, রানার্স আপ সাবিনা ইয়াসমিন ও নাফিজা জান্নাত জুটি এবং বিশেষ পুরস্কার পান রুমা পাল ও নাদিরা বেগম জুটি।

ডিআর/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর