বাংলাদেশের খবরে যুক্ত হলেন সোহাইবুল সোহাগ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১৯:৩৮

কুমিল্লার সকল খবর বিশ্বব্যাপী বাংলাভাষীদের কাছে পৌঁছে দিতে দৈনিক বাংলাদেশের খবর পত্রিকায় যুক্ত হয়েছেন সোহাইবুল ইসলাম সোহাগ।
সোমবার (২৪ মার্চ) বাংলাদেশের খবরের ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিনের পক্ষ থেকে সোহাগের হাতে নিয়োগপত্র তুলে দেন পত্রিকাটির ডিজিটাল সংস্করণের প্রধান হাসনাত কাদীর ও কান্ট্রি এডিটর আতাউর রহমান সোহাগ।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাংলাদেশের খবর কার্যালয়ে নিয়োগপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন ডিজিটাল এডিশনের নিউজ ইনচার্জ ওমর ফারুক আকন্দ, ডিজিটাল গ্রোথ এডিটর মোহাম্মদ নেসার, শিফট ইনচার্জ মেহেদী হাসান শোয়েব ও পত্রিকাটির সহকারী ব্যবস্থাপক (এইচআর, অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স) এস. এম. নজমুদ্দীন।
কুমিল্লা জেলা মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট হিসেবে সোহাইবুল ইসলাম সোহাগের এ নিয়োগ গত ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর।
তরুণ সাংবাদিক সোহাগের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ থানার বাড়াইপুর গ্রামে। তিনি এর আগে জাতীয় দৈনিক আমাদের সময়, বাণিজ্য প্রতিদিন ও স্থানীয় দৈনিক আমাদের কুমিল্লায় কাজ করেন।