Logo
Logo

গণমাধ্যম

গণমাধ্যমে সত্য না বলাটা অপরাধ : ব্যারিস্টার খোকন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ২০:১০

গণমাধ্যমে সত্য না বলাটা অপরাধ : ব্যারিস্টার খোকন

ছবি : সংগৃহীত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, গণমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো যেমন অপরাধ, তেমনি সত্য কথা বলতে না পারাও অপরাধ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে দৈনিক জনতার জমিন পত্রিকার স্থায়ী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘দৈনিক জনতার জমিন যেন সব সময় সত্য খবর প্রকাশ করে, অন্যায়ের প্রতিবাদ জানায় এবং মানুষের দুঃখ-কষ্টের কথা জাতির সামনে তুলে ধরে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাবেদ আলম কিরণ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম সহিদ, সাধারণ সম্পাদক খুরশিদ আলম, বাংলাদেশ ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, সাবেক সম্পাদক ড. কাজল রশীদ শাহীন এবং নির্বাহী সদস্য নিজাম উদ্দিন দরবেশ।

এছাড়া অনুষ্ঠানে বিএনপি নেতা মঞ্জুরুল আজিম সুমন ও সাংবাদিক কামরুল হাসানসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এআরএস/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর