Logo

গণমাধ্যম

ডিআরইউ’র তথ্যপ্রযুক্তি সম্পাদক শরীফুলের সদস্যপদ বাতিল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৯:২৬

ডিআরইউ’র তথ্যপ্রযুক্তি সম্পাদক শরীফুলের সদস্যপদ বাতিল

নৈতিক স্খলনজনিত আচরণের অভিযোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. শরীফুল ইসলামের সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। নতুন তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে সংগঠনের কার্যনির্বাহী সদস্য মো. বোরহান উদ্দীন দায়িত্ব পালন করবেন।

সোমবার (২০ জানুয়ারি) ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কার্যনির্বাহী কমিটির তৃতীয় সভায় রোববার (১৯ জানুয়ারি) এই সিদ্ধান্ত হয়েছে। সংগঠনের সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে ডিআরইউ কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। 

এইচকে/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর