Logo

গণমাধ্যম

ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির সভাপতি কামরুল, সম্পাদক সজিব

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৭:০৯

ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির সভাপতি কামরুল, সম্পাদক সজিব

ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির ২০২৫-২৭ মেয়াদে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে চ্যানেল আইয়ের আহসান কামরুল ও সাধারণ সম্পাদক হিসেবে সময় টিভির সজিব খান নির্বাচিত হয়েছেন।

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর কাওরান বাজারের রেইনিরুফ রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে সর্ব সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি পদে আকতার হাবিব (চ্যানেল আই) ও সেলিম আহমেদ (রূপালী বাংলাদেশ)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম (আরটিভি) ও আবু রায়হান অর্নব (আইএনবি)। 

সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম (জনকণ্ঠ), সহসাংগঠনিক সম্পাদক আশরাফ তানভীর (মানবকণ্ঠ), কোষাধ্যক্ষ জাহিদ হাসান (চ্যানেল২৪), দপ্তর সম্পাদক ওমর ফারুক (সময় টিভি), আইন সম্পাদক আমজাদ হোসেন (দেশের ডাক), প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের হোসেন সাব্বির (নিউজ টুয়েন্টিফোর টিভি)।

তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক শিপন মীর (পিআইবি), কর্মসংস্থান সম্পাদক আরিফুল ইসলাম সাব্বির (ঢাকা ট্রিবিউন), কল্যাণ সম্পাদক রিয়াদ মোস্তফা (বিটিভি নিউজ), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক নাজমুল নিশান (বাংলাভিশন), নারী বিষয়ক সম্পাদক ফারহানা বহ্নি (প্রতিদিনের বাংলাদেশ)।

এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন- আহমেদ ফেরদাউস খান (প্রতিদিনের বাংলাদেশ), শিহাব আহমেদ (আজকের পত্রিকা), সম্রাট কবির (একুশে সংবাদ), জাকির উসমান (কিন্ডারবুকস), সাইফ আহমেদ সনি (যমুনা টিভি), হাসান সিকদার (আজকের পত্রিকা)।

ডিআর/এমবি  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর