ভবন ঘেরাও করবেন ভোরের কাগজের সাংবাদিক-কর্মচারীরা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ২০:৫১
দেশের অন্যতম জাতীয় দৈনিক ‘ভোরের কাগজ’ পত্রিকায় ‘বৈষম্যের শিকার’ সাংবাদিক-কর্মচারীরা এইচআর ভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন। দাবি আদায়ে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজধানীর কাকরাইল মোড়ে তারা এই ভবন ঘেরাও করবেন।
বুধবার (২২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘ভোরের কাগজে বৈষম্যের শিকার আন্দোলনরত সাংবাদিক-কর্মচারীবৃন্দ’ এ তথ্য জানিয়েছেন।
এই কর্মসূচিতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে। ঘেরাও কর্মসূচি শুরু হবে দুপুর ১২টায়। আন্দোলনরত কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি তুলবেন।
‘বৈষম্যের শিকার সাংবাদিক-কর্মচারীদের’ পক্ষ থেকে জানানো হয়েছে, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের প্রতিবাদ জানিয়ে আসছেন। তবে তাদের সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
গত সোমবার (২০ জানুয়ারি) ‘ভোরের কাগজ’ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির নির্বাহী সম্পাদক একে সরকার স্বাক্ষরিত এক অফিসিয়াল নোটিশে এ তথ্য জানানো হয়। দাবিদাওয়া পূরণে প্রতিষ্ঠানটির সাংবাদিক-কর্মচারীদের দেওয়া পাঁচ দিনের আল্টিমেটামের পরের দিনই পত্রিকা বন্ধের এই ঘোষণা আসে।
এর আগে, রোববার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর মালিবাগের মৌচাক এলাকায় ভোরের কাগজ অফিসের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক-কর্মচারীদের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। সমাবেশে ভোরের কাগজের সাংবাদিক-কর্মচারীদের দাবি দাওয়া পূরণে পাঁচ দিনের আল্টিমেটাম দেন সাংবাদিক নেতারা।
বিক্ষোভ সমাবেশে বলা হয়, ভোরের কাগজ ৮ম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেছে- এমন ঘোষণা দিয়ে সরকার থেকে ৯০০ টাকা কলাম ইঞ্চি বিজ্ঞাপনসহ সকল সুযোগ-সুবিধা নিয়েছে। কিন্তু সাংবাদিক-কর্মচারীদেরকে ওয়েজ বোর্ডের বেতন স্কেলের সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করেছে। অনেককেই কোনো নিয়োগপত্র দেয়নি। বিক্ষোভ সমাবেশ থেকে নিয়োগপত্র, ওয়েজবোর্ড বাস্তবায়নসহ সমস্ত বকেয়া বেতনসহ সার্ভিস বেনিফিট দিতে হবে বলে দাবি জানানো হয়।
ডিআর/এইচকে