বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৫:৪৯
-679b4b1e444e3.jpg)
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে সাংবাদিক ও সংবাদকর্মীদের নতুন সংগঠন বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এ উপলক্ষে ২৯ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ‘জুলাই গণঅভ্যুত্থান : গণমাধ্যম ও সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, বিএফইউজের সিনিয়র সহকারী মহাসচিব বাছির জামাল এবং যুগান্তরের সিটি এডিটর মিজান মালিক।
সভায় বিএনপির নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন হিসেবে চিহ্নিত হয়েছে। সেই দিনটিকে স্মরণীয় করতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব দেন তিনি।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, "জুলাই-আগস্টের আন্দোলন মাত্র ১০-১৫ দিনের মধ্যে সফল হয়নি, বরং এটি ১৬ বছরের লড়াইয়ের ফসল।"
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বলেন, গত ১৬ বছরে সাংবাদিকদের স্বাধীনতার জন্য দীর্ঘ আন্দোলন চালানো হয়েছে। তিনি আরও জানান, এই সময়ে সরকারের নিপীড়নে অনেক সাংবাদিক নিহত হয়েছেন এবং সাংবাদিকদের কাজ করতে বাধার সম্মুখীন হতে হয়েছে।
বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ রায়হান বলেন, "এই সংগঠন নিরপেক্ষ সাংবাদিকতার পক্ষে কাজ করবে, যা দেশের মানুষের প্রত্যাশা।"
সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি পার্থ সারথি দাস বলেন, "সাংবাদিকরা কারো আজ্ঞাবহ হয়ে কাজ করবে না, বরং দেশ ও জনগণের জন্য নিরপেক্ষভাবে কাজ করবে।"
বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আল ইমরানের সঞ্চালনায় আয়োজিত এই সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।
এমএইচএস