৭১-এর স্বাধীনতাকে রক্ষা করেছে চব্বিশের গণঅভ্যুত্থান: আসিফ মাহমুদ

সাভার প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৯:৩১

যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘১৯৭১ সালে দেশ জন্ম নিয়েছে, আমরা স্বাধীনতা অর্জন করেছি—একটি রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে। আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান সেই স্বাধীনতাকে রক্ষা করেছে।’
বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ‘বিগত ১৬ বছরে স্বাধীনতার প্রকৃত চেতনা নষ্ট করে ফেলা হয়েছিল। আমরা মনে করি, দেশের প্রতিটি নাগরিক যতক্ষণ না মনে করবে যে সে সত্যিকার অর্থে স্বাধীন, তার বাকস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা আছে, ততক্ষণ পর্যন্ত শুধু ভূখণ্ডের স্বাধীনতায় কোনো লাভ নেই। ২০২৪ সালের গণঅভ্যুত্থান সেই স্বাধীনতাকে পুনরুদ্ধার করেছে।’
তিনি আরও বলেন, ‘২০২৪ সালে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ১৯৭১-এ অর্জিত স্বাধীনতাকে রক্ষার গুরুত্বপূর্ণ একটি লড়াই করেছি। এই স্বাধীনতা আগামী দিনগুলোতেও টিকে থাকবে। আর কখনোই স্বাধীন ভূখণ্ডে এ দেশের মানুষ পরাধীন বোধ করবে না।’
আরিফুল ইসলাম সাব্বির/এআরএস