Logo

জাতীয়

চীনের বিশ্ববিদ্যালয়ে ড. ইউনূসকে ডক্টরেট ডিগ্রি প্রদান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৯:০৯

চীনের বিশ্ববিদ্যালয়ে ড. ইউনূসকে ডক্টরেট ডিগ্রি প্রদান

চীনের পিকিং বিশ্ববিদ্যালয় (পিকেইউ) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে।

শনিবার (২৯ মার্চ) সকালে বেইজিংয়ের বিশ্ববিদ্যালয় কনফারেন্স হলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে পিকেইউ।

এ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একটি বক্তৃতাও দেবেন।

পিকিং বিশ্ববিদ্যালয় কাউন্সিলের চেয়ারম্যান হে গুয়াংচাই অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চার দিনের চীন সফর শেষ করে শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় ড. ইউনূস দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর