
ছবি : সংগৃহীত
প্রতি বছরের মতো এবারও পবিত্র রমজান মাসে বন্দিদের জন্য বিশেষ ইফতার ও সেহরির ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ। দেশের সবকটি কারাগারে রোজাদার বন্দিদের জন্য গরম খাবারসহ বিশেষ ইফতার সরবরাহ করা হচ্ছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ (কেরানীগঞ্জ) বিভাগের ১৭টি কারাগারে বন্দিরা সেহরিতে পাচ্ছেন গরম খাবার। এ ছাড়া সারা দেশের সব কারাগারেই বন্দিদের জন্য ইফতার ও সেহরির বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
ঢাকা বিভাগের কারাগারগুলোর মধ্যে রয়েছে, ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুরের চারটি কেন্দ্রীয় কারাগার, মুন্সীগঞ্জ, গাজীপুর, নরসিংদী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, শরীয়তপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, মাদারীপুর ও নারায়ণগঞ্জ জেলা কারাগার।
ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর বলেন, ‘কারাগারে যারা রোজা রাখতে চান, তাদের জন্য সেহরিতে গরম খাবার সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি ইফতারে থাকছে ডিম, ছোলা, মুড়ি, পেঁয়াজু, খেজুর, জিলাপি, কলা ও শরবত। এ ছাড়া প্রতিদিনের মতো তিনবেলা খাবারও অব্যাহত থাকবে।’
তবে যারা রোজা রাখছেন, তাদের জন্য আলাদা রান্নার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। কারা কর্তৃপক্ষের এই উদ্যোগ বন্দিদের জন্য কিছুটা হলেও স্বস্তি এনে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এনএমএম/এটিআর