Logo

জাতীয়

নগদ অর্থ, পণ্য বহনে ঝুঁকি থাকলে ৯৯৯-এ যোগাযোগের পরামর্শ ডিএমপির

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৪:১৮

নগদ অর্থ, পণ্য বহনে ঝুঁকি থাকলে ৯৯৯-এ যোগাযোগের পরামর্শ ডিএমপির

পবিত্র রমজান ও ঈদুল ফিতরে ব্যবসা-বাণিজ্য, ক্রয়-বিক্রয়, অর্থ ও বিভিন্ন দ্রব্যের লেনদেন-স্থানান্তর বৃদ্ধি পাবে। এরই মধ্যে একদিকে যেমন আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অবনতি অন্যদিকে ঈদ-পূজায় চুরি-ছিনতাই-ডাকাতিও বেড়ে যায় স্বাভাবিক সময়ের তুলনায় বেশি। 

যে কারণে রজমান ও ঈদুল ফিতর ঘিরে নগদ অর্থ ও পণ্য পরিবহনে নগরবাসীর মধ্যে ঝুঁকি দেয়া দিয়েছে। সার্বিক বিবেচনায় নিয়ে মহানগরীর নাগরিকদের জন্য এস্কর্ট সেবা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘কোনো ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অধিক পরিমাণ অর্থ ও মূল্যবান দ্রব্য স্থানান্তরের জন্য পুলিশি সহায়তা চাইলে এস্কর্ট সেবা প্রদান করবে পুলিশ। এক্ষেত্রে পুলিশ এস্কর্ট সেবাপ্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যানবাহনের সংস্থান করতে হবে।’

তিনি বলেন, ‘সেবাপ্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট থানা অথবা পুলিশ কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য পরামর্শ দেন তিনি।’  

কন্ট্রোলরুমের নম্বরসমূহ : ২২৩৩৮১১৮৮, ০২৪৭১১৯৯৮৮, ০২৯৬১৯৯৯৯, ০১৩২০-০৩৭৮৪৫ ও ০১৩২০-০৩৭৮৪৬। জাতীয় জরুরি সেবা নম্বর : ৯৯৯। 

এনএমএম/আই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর