দেশে প্রথম জিকা ভাইরাসের ‘গুচ্ছ সংক্রমণ’, আক্রান্ত ৫

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১৬:১৫

ছবি : সংগৃহীত
দেশের এক স্থানে একাধিক ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। যাকে ভাইরাসটির গুচ্ছ (ক্লাস্টার) সংক্রমণ বলে। একই স্থানে পাঁচজন ব্যক্তির শরীরে এ ভাইরাস সংক্রমণ হয়েছে।
বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)।
সোমবার (৩ মার্চ) গবেষণা সংস্থাটি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানায়।
আইসিডিডিআরবির ওয়েবসাইটে বলা হয়, ২০২৩ সালে সংগ্রহ করা নমুনা পর্যালোচনা করে এ তথ্য পেয়েছেন তারা। বিজ্ঞানীরা সমগ্র জিনোম সিকোয়েন্সিং এবং তুলনামূলক বিশ্লেষণ ব্যবহার করে প্রকাশ করেছেন যে, বাংলাদেশি এই স্ট্রেইন এশিয়ান লাইনেজের অন্তর্গত। এতে আক্রান্ত হলে মাইক্রোসেফালি ও অন্যান্য স্নায়বিক রোগের মতো গুরুতর সংকট দেখা দিতে পারে।
উল্লেখ্য, বাংলাদেশের জিকা ভাইরাস আক্রান্তের দশ বছর পর গুচ্ছ (ক্লাস্টার) সংক্রমণ শনাক্ত হয়েছে। এর আগে ২০১৬ সালে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালিত একটি পর্যালোচনা গবেষণায় প্রথমবারের মতো বাংলাদেশে জিকা ভাইরাস সংক্রমণের বিষয়টি উঠে আসে। ওই নমুনা সংগ্রহ করা হয়েছিল ২০১৪ সালে। যদিও এই রোগীর বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস ছিল না।
ধারণা করা হয়, ২০১৫ সালে ব্রাজিলে প্রাদুর্ভাবের আগেই বাংলাদেশে জিকা ভাইরাস গোপনে ধীরে ধীরে সংক্রমিত হয়েছিল।
এসআইবি/এমআই