আবরার ফাহাদকে ‘মুক্তিযুদ্ধ’ ক্যাটাগরিতে স্বাধীনতা পদক দেওয়া উচিত : ফারুকী

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ২০:০৩
-67c5b6c5209e9.jpg)
এবারের স্বাধীনতা পদক একুশে পদকের মতোই অনন্য হবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আবরার ফাহাদকে ‘মুক্তিযুদ্ধ’ ক্যাটাগরিতে স্বাধীনতা পদক দেওয়া উচিত বলে মনে করেন তিনি।
সোমবার (৩ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে আবরার ফাহাদের স্বাধীনতা পদক পাওয়ার ঘোষণা প্রসঙ্গে এসব লেখেন।
তিনি লিখেছেন, ‘আবরার ফাহাদের কথাটা যে কোনো ভাবেই হোক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেক সাংবাদিক ভাই-বোন এর সত্যতা জানতে চেয়েছেন। তাদের সবার জন্য উত্তর— একটু অপেক্ষা করুন, পুরো তালিকাই জানতে পারবেন। অসাধারণ সব নাম দেখতে পাবেন।’
ফারুকী আরও লেখেন, আবরার ফাহাদের নাম সামনে আসায় সব স্তরের মানুষের উচ্ছ্বসিত প্রশংসার পাশাপাশি একটা নির্দিষ্ট দলের লোকদের অবুঝ প্রশ্ন দেখতে পাচ্ছি, আবরার ফাহাদকে স্বাধীনতা পদক কী বিবেচনায় দেয়া হবে?
তিনি ব্যাখ্যা করে বলেন, কী বিবেচনায় দেয়া উচিত সেটা না বলে আমি বলতে চাই কোন ক্যাটাগরিতে দেয়া উচিত। তাহলেই কেনো দেয়া উচিতের উত্তর পাওয়া যাবে। আমার একান্ত ব্যক্তিগত বিবেচনা— আবরার ফাহাদের ক্যাটাগরি হওয়া উচিত ‘মুক্তিযুদ্ধ’! মুক্তিযুদ্ধের ফল স্বাধীনতা। স্বাধীনতার প্রধান শর্ত সার্বভৌমত্ব। আর সার্বভৌমত্বের ভ্যানগার্ড আবরার ফাহাদ।
উল্লেখ্য, ২০১৯ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতা-কর্মী নির্মমভাবে হত্যা করে। সেই সময় আবরার দেশের সার্বভৌমত্ব নিয়ে সোচ্চার অবস্থান নিয়েছিলেন বলে অনেকেই মনে করেন।
ডিআর/এমএইচএস