
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সি আর আবরার (চৌধুরী রফিকুল আবরার) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন। বুধবার (৫ মার্চ) সকাল ১১টায় বঙ্গভবনে তিনি শপথগ্রহণ করবেন।
এ সংক্রান্ত তথ্য মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব জানান, সি আর আবরার সম্ভবত শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। তিনি বলেন, ‘অধ্যাপক সিআর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক নামকরা শিক্ষক ছিলেন। অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ দীর্ঘ সময় ধরে বলছিলেন, তিনি একসঙ্গে দুটি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করতে পারছেন না। উনি অ্যাডভান্সড স্টেজে, পরিকল্পনা মন্ত্রণালয়ে অনেক বড় দায়িত্বে আছেন। তাই অধ্যাপক সি আর আবরার উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন।’
ডিআর/এমজে