রমজানে সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৭:৩৬

ছবি : সংগৃহীত
বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাসের চাহিদা পূরণে রমজান মাসে সিএনজি ফিলিং স্টেশনগুলোর সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকবে।
বুধবার (৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মাদ রুবায়েত খানের সই করা নির্দেশনায় বলা হয়েছে, ‘রমজান মাসে ঢাকা মহানগরীর সব সিএনজি ফিলিং স্টেশন প্রতিদিন দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্ধ থাকবে।’
এর আগে, গত বছর রমজানে স্টেশনগুলো বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল। পরবর্তী সময়ে ৬ এপ্রিল পর্যন্ত এই নিয়ম চালু ছিল। এরপর সময় পরিবর্তন করে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত নির্ধারণ করা হয়।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে সিএনজি স্টেশন বন্ধের সময় আরও দুই ঘণ্টা কমিয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত করা হয়। এবার রমজান উপলক্ষে নতুন সিদ্ধান্ত অনুযায়ী দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত স্টেশন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।
এনএমএম/এটিআর