
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেওয়া সরকারি সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে তিনি শুনেননি। তবে এ বিষয়ে আলোচনা হয়েছে। তিনি লিখিতভাবে সরকারের কাছে জানাবেন, এনআইডি সেবা ইসির অধীনে থাকা উচিত।
বৃহস্পতিবার (৬ মার্চ) নির্বাচন ভবনে সিইসি এসব কথা জানান। তিনি বলেন, ‘সরকার হয়তো সার্ভিসটা অন্য কোথাও দিতে চাচ্ছে। কিন্তু নির্বাচন কমিশনের অধীনে এটি হওয়া উচিত।’
এনআইডি কার্যক্রম না থাকলে ভোটার তালিকায় সমস্যা হবে কি না জানতে চাইলে সিইসি বলেন, ‘এনআইডি হলো ভোটার তালিকার বাই প্রোডাক্ট। ১৭ বছর ধরে ইসি এর সঙ্গে কাজ করছে। সরকার অবশ্যই এসব বিষয় বিবেচনায় নেবে এবং তারা তাদের মতামত জানাবে।’
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আইন মানতে বাধ্য। তবে আইন তৈরির প্রক্রিয়ায় তারা নিজেদের মতামত জোরালোভাবে তুলে ধরবে।’
কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি চূড়ান্ত সিদ্ধান্তগ্রহণকারী নই। তবে ইসির পক্ষ থেকে সরকারের কাছে আপনাদের অবস্থান তুলে ধরব।
- ডিআর/এমজে