Logo

জাতীয়

সাবেক এমপি আফতাব ৪ দিনের রিমান্ডে

Icon

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৮:৪৯

সাবেক এমপি আফতাব ৪ দিনের রিমান্ডে

রংপুরে তিন মামলায় গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (১ম) আদালতের ম্যাজিস্ট্রেট মো. সোয়েবুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মুস্তাফিজার রহমান ১৫ দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তারের পর আফতাব উদ্দিন সরকারকে হেলমেট ও হাতকড়া পরিয়ে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।

লিগ্যাল এইডের আইনজীবী ইতফা আরা বেগম বলেন, যে তিনটি মামলা তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে, তার কোনোটির সাথেই তিনি জড়িত নন। তার বয়স বিবেচনায় জামিনের আবেদন করা হয়েছিল। তবে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলীর নেতৃত্বে বিশেষ অভিযানে নগরীর সেনপাড়া গুড় মজিবরের বাড়ির একটি ফ্ল্যাট থেকে আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আফতাব উদ্দিন সরকার নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বলপ্রয়োগ, হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে তিনটি মামলা রয়েছে।

তাকে রংপুরের মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি এ মামলার এজাহারভুক্ত ৬০ নম্বর আসামি।

রাসেদ খান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর