Logo

জাতীয়

ঐকমত্য কমিশন

সংস্কার নিয়ে মত চেয়ে রাজনৈতিক দলগুলোকে চিঠি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ২০:১৬

সংস্কার নিয়ে মত চেয়ে রাজনৈতিক দলগুলোকে চিঠি

জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে ছয়টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর বিষয়ে মতামত জানাতে চিঠি পাঠিয়েছে। কমিশন আগামী ১৩ মার্চের মধ্যে দলগুলোকে তাদের মতামত জমা দেওয়ার অনুরোধ করেছে।

কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সই করা চিঠিতে ছয়টি সংস্কারের সুপারিশের সারসংক্ষেপ একটি স্প্রেডশিটে দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোকে এসব সুপারিশ সম্পর্কে দুটি বিষয় বিশ্লেষণ করার জন্য বলা হয়েছে। 

প্রথমত, তারা সংশ্লিষ্ট সুপারিশের বিষয়ে একমত কিনা—এ বিষয়ে ‘একমত’, ‘একমত নই’ বা ‘আংশিকভাবে একমত’ এই তিনটি বিকল্পের মধ্যে একটি নির্বাচন করার অনুরোধ জানানো হয়েছে। দ্বিতীয়ত, সংস্কারের সময়কাল ও বাস্তবায়নের উপায় নিয়ে মতামতও চাওয়া হয়েছে। এতে ছয়টি ঘর রয়েছে, যার মধ্যে দলগুলো একটি নির্বাচন করতে পারবে।

এই স্প্রেডশিট ৩২টি রাজনৈতিক দল ও জোটের কাছে পাঠানো হয়েছে। সব দলকে ১৩ মার্চের মধ্যে তাদের মতামত জানাতে বলা হয়েছে। এই চিঠি পাওয়ার পর বিএনপি ও জামায়াতে ইসলামী তাদের দলের বৈঠকে আলোচনা করে কমিশনের সুপারিশ সম্পর্কে মতামত দেবে।

এ ছাড়া ঐকমত্য কমিশন জানিয়েছে, রাজনৈতিক দলগুলোর মতামত পাওয়ার পর আলাদাভাবে আলোচনা শুরু হবে। এই আলোচনায় দলগুলো তাদের সুপারিশের সময়কাল ও বাস্তবায়ন নিয়ে বিস্তারিত মতামত জানাবে।

উল্লেখ, ছয়টি সংস্কার কমিশন বিভিন্ন সুপারিশে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হিসেবে একই ব্যক্তি থাকতে না পারার বিধান, সংসদের উচ্চকক্ষে আনুপাতিক পদ্ধতিতে আসন বণ্টন এবং রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে দলনিরপেক্ষ ব্যক্তির নির্বাচনের সুপারিশ করেছে।

কমিশনের এই উদ্যোগের মাধ্যমে একমত হলে, নতুন সংস্কারের ভিত্তিতে ‘জুলাই সনদ’ বা ‘জুলাই চার্টার’ তৈরি করা হবে।

  • ডিআর/এমজে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

রাজনৈতিক দল চিঠি জাতীয় ঐকমত্য কমিশন সংস্কার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর