Logo

জাতীয়

স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ২৩:১০

স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর

লেখক, গবেষক ও রাজনীতিক বদরুদ্দীন উমর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করবেন না বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।  

বিবৃতিতে তিনি বলেন, ১৯৭৩ সাল থেকে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা আমাকে পুরস্কারের জন্য মনোনীত করেছে, তবে আমি কোনো পুরস্কার গ্রহণ করিনি। এবারও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাকে স্বাধীনতা পুরস্কারের জন্য নির্বাচিত করেছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই। কিন্তু এই পুরস্কার গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। 

এর আগে ২০২৫ সালে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সরকার স্বাধীনতা পুরস্কারের জন্য বদরুদ্দীন উমরসহ  ৮ বিশিষ্টজনকে মনোনীত করে। বৃহস্পতিবার (৬ মার্চ) সরকারের একটি উচ্চপর্যায়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ১৯৭৭ সাল থেকে প্রতি বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এই পুরস্কার প্রদান করা হয়।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর