‘মার্চ ফর খিলাফা’র প্রস্তুতি
নিষিদ্ধ হিযবুত তাহরীরের ৩ সদস্য গ্রেপ্তার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১২:৪১

শুক্রবার বাদ জুম্মা রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় ‘মার্চ ফর খিলাফা’ আয়োজনের প্রস্তুতি ও পরিকল্পনায় জড়িত নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)।
শুক্রবার (৭ মার্চ) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- মনিরুল ইসলাম, মোহতাসিন বিল্লাহ ও মাহমুদুল হাসান।
এআইজি ইনামুল হক বলেন, বৃহস্পতিবার রাত ১২টা ১৫ মিনিটের দিকে উত্তরার সেক্টর ১১ ও ১২ নম্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের কিছু সক্রিয় সদস্য শুক্রবার বাদ জুম্মা বায়তুল মোকাররম মসজিদ এলাকায় ‘মার্চ ফর খিলাফা’ নামে একটি সমাবেশ আয়োজনের পরিকল্পনা করছিল। এ তথ্যের ভিত্তিতে সিটিটিসি অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস দমন আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) অনুযায়ী মামলা করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য। এ সময় তাদের কাছ থেকে সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের খুঁজে বের করতে সিটিটিসির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ সদর দপ্তর।
এনএমএম/এমবি