Logo

জাতীয়

আন্তর্জাতিক নারী দিবস আজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০১:১৬

আন্তর্জাতিক নারী দিবস আজ

আজ ৮ মার্চ, বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। নারীদের অধিকার, সম্মান ও সমতার দাবি নিয়ে প্রতি বছর এই দিনটি উদযাপন করা হয়। সমাজ, অর্থনীতি, সংস্কৃতি এবং রাজনীতিতে নারীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি লিঙ্গসমতা নিশ্চিত করার আহ্বান জানানো হয় এই বিশেষ দিনে।  

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’—এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে দিবসটি। সমাজে নারীদের সমান সুযোগ এবং অধিকার নিশ্চিত করার গুরুত্বকে তুলে ধরা হয়েছে এই প্রতিপাদ্য বা স্লোগানের মাধ্যমে।

বিশ্বের নানা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। র‍্যালি, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মাধ্যমে নারীদের সংগ্রাম ও অর্জনের কথা স্মরণ করা হচ্ছে।  

বাংলাদেশেও দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। সরকারি ও বেসরকারি সংস্থাগুলো নারীদের ক্ষমতায়ন নিয়ে নানা কার্যক্রম পরিচালনা করছে। 

সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে  (৬৭টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের প্ল্যাটফরম) কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যালির আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।

কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন, কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন সংক্রান্ত হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন এবং আইএলও কনভেনশন ১৯০ অনুসমর্থনের দাবিতে জেন্ডার প্ল্যাটফর্ম বাংলাদেশ আয়োজন করেছে মানববন্ধন। আজ সকাল সাড়ে দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে এই মানববন্ধন। 

সকাল এগারোটায় জাতীয় প্রেসক্লাবের সামনে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের আয়োজনে। সমমর্যাদা, সমঅধিকার প্রতিষ্ঠার পাশাপাশি খুন, ধর্ষণ, নিপীড়ন, সাইবার বুলিং, মব ভায়োলেন্স বন্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার দাবি থাকবে এই সমাবেশে। 

‘সারাদেশে অব্যাহত নারী শিশু ধর্ষণ বন্ধ কর’ এই স্লোগানকে সামনে রেখে নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ সকাল ১০টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে।

জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগ নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হবে সকাল দশটায়। এছাড়া নারী সংহতির আয়োজনে ‘নারীমুক্তির আকাঙ্ক্ষা : গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতা’ শীর্ষক মতবিনিময় সভা আয়োজিত হবে সকাল দশটায় বিশ্বসাহিত্য কেন্দ্রে। 

নারী দিবসে সবার প্রত্যাশা— নারী-পুরুষ সমতার এক সুন্দর বিশ্ব, যেখানে নারীরা স্বাধীনভাবে তাদের স্বপ্ন পূরণ করতে পারবে, সমান সুযোগ পাবে এবং বৈষম্য থেকে মুক্ত থাকবে।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর