Logo

জাতীয়

দাবি পূরণের আশ্বাস

চিকিৎসকদের কর্মসূচি ১২ সপ্তাহের জন্য স্থগিত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১২:০৪

চিকিৎসকদের কর্মসূচি ১২ সপ্তাহের জন্য স্থগিত

পদোন্নতিসহ দুই দফা দাবিতে কর্মবিরতি শুরু করা বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম তাদের কর্মসূচি ১২ সপ্তাহের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন। কর্মসূচি অনুযায়ী শনিবার (৮ মার্চ) সকাল ১০টা থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন শতাধিক চিকিৎসক।

এর কিছুক্ষণের মধ্যে সেখানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী) অধ্যাপক মো. সায়েদুর রহমান হাজির হয়ে চিকিৎসকদের দাবি পূরণের আশ্বাস দেন। তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, ‘পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১২ সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে এই পদোন্নতি দেওয়া হবে।’

এ সময় রোগীদের কথা বিবেচনায় নিয়ে কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান সায়েদুর রহমান।

সায়েদুর রহমানের এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের পক্ষ থেকে ১২ সপ্তাহের জন্য কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

  • এসআইবি/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর