নারীদের ওপর হামলা নতুন বাংলাদেশের স্বপ্নের বিরোধী : প্রধান উপদেষ্টা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১৩:২৩

নারীদের ওপর হামলা নতুন বাংলাদেশের স্বপ্নের বিরোধী বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘সম্প্রতি নারীদের ওপর যে জঘন্য হামলার খবর আসছে, তা গভীরভাবে উদ্বেগজনক। নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, এটি তার সম্পূর্ণ বিপরীত।’
শনিবার (৮ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারী-পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব।’
অধ্যাপক ইউনূস বলেন, ‘আমাদের দেশের মেয়েরা সাহসিকতার সঙ্গে তাদের নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শত বাধা পেরিয়ে দেশের রাজনীতি, অর্থনীতি ও বিভিন্ন ক্ষেত্রে তারা অবদান রাখছে।’
তিনি আরও বলেন, ‘কয়েকদিন আগে তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করতে আয়োজিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এ রেকর্ডসংখ্যক নারী বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছে। এ উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ২৭ লাখ ৪০ হাজার মেয়ে প্রায় ৩ হাজার খেলায় অংশ নেয়। হাজার হাজার দর্শকের উপস্থিতি প্রমাণ করে, বাংলাদেশের সমাজে নারীর অধিকার ও অংশগ্রহণ প্রতিষ্ঠায় পুরুষদেরও স্বতঃস্ফূর্ত সমর্থন রয়েছে।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘নারীবিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, তাদের আমরা দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবিলা করব। তবে আমাদের সমাজে এখনো এমন বহু মানুষ আছে, যারা নিপীড়িত নারীদের পাশে দাঁড়ানোর বদলে তাদের খাটো করে দেখে।’
নারীর প্রতি সহিংসতা রোধ করতে হলে, বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়তে হলে নারীদের পাশে দাঁড়ানোর বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সমাজে নারীকে খাটো করে দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। তা না হলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না।’
- ডিআর/এমজে