Logo

জাতীয়

১২ এপ্রিল থেকে পুনরায় স্মার্ট এনআইডি কার্ড বিতরণ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১৪:২৪

১২ এপ্রিল থেকে পুনরায় স্মার্ট এনআইডি কার্ড বিতরণ

স্থগিত থাকা স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ কর্মসূচি আবারও শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন ইসি। আগামী ১২ এপ্রিল থেকে এসব পরিচয়পত্র বিতরণ করা হবে। ইসির সবশেষ মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ইসির আইডিইএ-প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী গণমাধ্যমেকে জানান, ভোটার হালনাগাদ কার্যক্রম চলমান থাকায় স্মার্ট কার্ড বিতরণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ সীমিত ছিল। এ ছাড়া কারিগরি যন্ত্রপাতিগুলো হালনাগাদ কার্যক্রমে ব্যস্ত থাকায় বিতরণ কার্যক্রম ব্যাহত হয়। ফলে আগামী ১২ এপ্রিল থেকে আবারও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করব।

উল্লেখ্য, ২০১৬ সালের ৩ অক্টোবর স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়। তবে দীর্ঘ আট বছরেও দেশের সব নাগরিকের হাতে কার্ড পৌঁছানো সম্ভব হয়নি।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে স্মার্ট এনআইডি পেয়েছেন ৬ কোটি ৯১ লাখ ৪৯ হাজার ৩৪৯ জন। বাকি ৫ কোটি ২৭ লাখ ৮১১ জন এখনো এই সেবা থেকে বঞ্চিত। ভোটার হালনাগাদ কার্যক্রম শেষ হওয়ার পর আগামী জুনে আরও একটি সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সেখানে নতুনভাবে ৫০ লাখের বেশি ভোটার যুক্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এসআইবি/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর