ঈদযাত্রা নিরাপদ-নির্বিঘ্ন করতে আন্তঃমন্ত্রণালয়ের সভা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১৫:৩৮

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে আন্তঃমন্ত্রণালয় সভায় বসেছেন সংশ্লিষ্ট অংশীজনরা।
রোববার (৯ মার্চ) বিকেল ৩টার দিকে রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে এই বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সভায় রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক ও জনপদ অধিদপ্তর, বিআরটিএ, বিআরটিসি, বিআরটি, ডিটিসিএ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, জন নিরাপত্তা বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি, পুলিশ কমিশনার, সব জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, সব উপজেলা নির্বাহী অফিসার, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাসহ আরও অনেকে উপস্থিত এবং অনলাইনে যুক্ত আছেন।
সভা শেষে ঈদযাত্রার সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত জানাবেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
এনএমএম/এটিআর