Logo

জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টা

নিষিদ্ধ সংগঠন রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১৬:০৪

নিষিদ্ধ সংগঠন রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না

ছবি : বাংলাদেশের খবর

আইনশৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করেই মিছিল করা নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরসহ অন্য কোনো নিষিদ্ধ সংগঠনকে রাজনৈতিক কার্যক্রম চালাতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম।  

তিনি বলেন, এ ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সরকারের এই নীতি বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। 

রোববার (৯ মার্চ) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইনমন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সভা শেষে এসব কথা বলেন তিনি। 

নারী শিশু নির্যাতন ও ধর্ষণ ইস্যুতে তিনি বলেন, বাংলাদেশ কোনো ধর্ষকের স্থান হবে না। মাগুরার ঘটনায় যারা অভিযুক্ত তাদের সবাইকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার। 

তিনি দেশের কোথাও যদি এভাবে ধর্ষণ কিংবা নির্যাতনের ঘটনা ঘটে তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। ধর্ষণের বিরুদ্ধেও সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে।

এনএমএম/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর