Logo

জাতীয়

ধর্ষকের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১৬:৪০

ধর্ষকের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন, বাংলাদেশে কোনো ধর্ষকের স্থান হবে না। মাগুরার ঘটনায় যারা অভিযুক্ত তাদের সবাইকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার। 

তিনি বলেন, দেশের কোথাও যদি এভাবে ধর্ষণ কিংবা নির্যাতনের ঘটনা ঘটে তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। ধর্ষণের বিরুদ্ধেও সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। 

রোববার (৯ মার্চ) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সভা শেষে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, ধর্ষণসহ নারীদের নির্যাতনের  বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা নারীদের বিরুদ্ধে ঘটা সকল ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে শক্ত অবস্থানের নির্দেশ দিয়েছি। নারীদের প্রতি যত সহিংস ঘটনা ঘটেছে সকল ঘটনার তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের জন্য বলেছি। নারীরা নির্ভয়ে নির্বিঘ্নে ঘরে বাহিরে চলাচল করবে। এখানে যারাই সহিংসতা করতে আসবে তাদেরকেই আনা হবে। কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সবাইকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। 

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা কিংবা আক্রমণ বরদাস্ত করা হবে না জানিয়ে তিনি বলেন, সম্প্রতি চট্টগ্রামের পতেঙ্গায় দায়িত্বরত এসআইয়ের উপর মাদক সেবীদের হামলার ঘটনায় জড়িত সবাইকেই গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর।  

তিনি বলেন, বিভিন্ন স্পটে চেক পোস্ট বসানো হয়েছে, অপরাধপ্রবণ এলাকায় টহল জোরদার করা হয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিটসহ অপরাধপ্রবণ এলাকায় যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম তদারকি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরও দায়িত্ব প্রদান করা হয়েছে। 

উপদেষ্টা বলেন, চাঁদাবাজি ছিনতাই বন্ধসহ বিভিন্ন বিপণীবিতানে ক্রেতাদের নিরাপদ যাতায়াত নিশ্চিতেও কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের ছিনতাই, ডাকাতি রোধে পুলিশ কাজ করছে।

এনএমএম/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর