Logo

জাতীয়

মাহমুদুর রহমান হত্যাচেষ্টা মামলায় ইনুকে গ্রেপ্তার দেখানো হলো

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১৭:১৫

মাহমুদুর রহমান হত্যাচেষ্টা মামলায় ইনুকে গ্রেপ্তার দেখানো হলো

ছবি : বাংলাদেশের খবর

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও স্বেচ্ছাসেবক দল নেতা শরীফুল ইসলাম হত্যাচেষ্টা মামলায় সাবেক তথ্যমন্ত্রী এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

রোববার (৯ মার্চ) দুপুরে কুষ্টিয়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা এ আদেশ দেন।

কুষ্টিয়া আদালতের সরকারি কৌশলী (পিপি) অ্যাড. খন্দকার সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন দুপুর ২টার পর ইনুকে প্রিজনভ্যানে করে আদালতে হাজির করা হয়। এর আগে শনিবার বিকেলে তাকে ঢাকা থেকে কুষ্টিয়া কারাগারে আনা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২২ জুলাই কুষ্টিয়া আদালতে হাজিরা দিতে যান মাহমুদুর রহমান। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষারের দায়ের করা মানহানির মামলায় জামিন পান তিনি। তবে আদালত চত্বর থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এ ঘটনায় গুরুতর আহত হন মাহমুদুর রহমান।

এ ঘটনার ছয় বছর পর গত ১০ অক্টোবর মাহমুদুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, তৎকালীন পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, কুষ্টিয়ার পুলিশ সুপার মেহেদী হাসান, কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিনসহ ৪৭ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় হত্যাচেষ্টার মামলা করেন। মামলায় আরও ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এছাড়া গত ৫ আগস্ট কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলামও হত্যাচেষ্টা মামলায় বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ দেন। ওই মামলায়ও হাসানুল হক ইনু এজাহারভুক্ত আসামি। 

ইতিমধ্যে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান হত্যাচেষ্টার মামলার সঙ্গে সংশ্লিষ্ট আরও ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আকরামুজজামান আরিফ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর