ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে চালু হচ্ছে হটলাইন

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ২০:০৪

সারাদেশে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ নিতে হটলাইন চালু করতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ধর্ষণের মামলা তদারকের জন্য সেল গঠন করছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
রোববার (৯ মার্চ) সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইন মন্ত্রণালয়ে এক সভা শেষে এসব তথ্য জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আইন উপদেষ্টা জানান, রাস্তাঘাটে যে যৌন নিপীড়ন ও হয়রানি হয়, এ ব্যাপারে প্রতিকার নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের পক্ষ থেকে দ্রুত একটি আলাদা হটলাইন দেওয়া হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি জানিয়ে দেওয়া হবে। এটি হবে টোল ফ্রি।
তিনি বলেন, হটলাইন ২৪ ঘণ্টা চালু থাকবে। অভিযোগ জানানো যাবে। এটি তদারকি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা ডেডিকেটেড সেল থাকবে।
তিনি আরও বলেন, একই সঙ্গে ধর্ষণের মামলাগুলো তদারক করার জন্য আইন মন্ত্রণালয়ে একটি আলাদা সেল থাকবে। যেখানে মামলাগুলো নিষ্পত্তিতে অযথা কালক্ষেপণ যেন না করা হয়, সেটি দেখা হবে।
এনএমএম/এমএইচএস