Logo

জাতীয়

‘দপ্তরের তাগাদায়’ পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৫:২৬

‘দপ্তরের তাগাদায়’ পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। পদত্যাগের জন্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তাকে তাগাদা দেওয়া হচ্ছিল বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১০ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। খবর- ইউএনবি।

অধ্যাপক আমিনুল ইসলাম এ খবরের সত্যতা জানিয়ে বলেন, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বারবার তাগাদা দেওয়া হচ্ছিল পদত্যাগ করার জন্য। এজন্য সোমবার দুপুর ২টার দিকে আমার পিএসের মাধ্যমে পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে সচিবের কাছে পাঠিয়েছি।

অধ্যাপক এম আমিনুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

এর আগে গত বুধবার অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সিআর আবরার) শিক্ষা মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এর আগে অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, কিন্তু বর্তমানে তিনি কেবল পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।

গত নভেম্বরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তিনটি বিশেষ সহকারী নিয়োগ দেন, যারা স্বরাষ্ট্র, স্বাস্থ্য এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহায়তা প্রদান করবেন। তাদের মধ্যে অধ্যাপক এম আমিনুল ইসলাম ছিলেন শিক্ষার দায়িত্বে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর