Logo

জাতীয়

চোখের পাতা নেড়েছে মাগুরার শিশুটি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৬:৪৭

চোখের পাতা নেড়েছে মাগুরার শিশুটি

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থায় সামান্য উন্নতি হয়েছে। শিশুটি চোখের পাতা নেড়েছে। তবে শিশুটির মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হওয়ায় সেখানে পানি জমে গিয়েছিল। এখনো অপসারণ করা সম্ভব হয়নি। চিকিৎসকরা শিশুটির বুকের মধ্যে জমে থাকা বাতাস দূর করতে সক্ষম হয়েছেন। তারা আশাবাদী, আগামী দুই-এক দিনের মধ্যে শিশুটির অবস্থার আরও উন্নতি হতে পারে।

সোমবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। 

তিনি বলেন, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ শিশুটির অবস্থা নিয়ে নিয়মিত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। শিশুটির চিকিৎসা রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) প্যাডিয়াট্রিক আইসিইউতে চলছে। 

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শ্বাসরোধের কারণে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়েছিল, যার ফলে মস্তিষ্কে পানি জমে গিয়েছিল। তবে বুকের মধ্যে জমে থাকা বাতাস দূর করা গেছে এবং শিশুটির অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে।

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর