
আজ সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুঙ্ক থাকতে পারে। এ অবস্থায় পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
মঙ্গলবার ( ১১ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুঙ্ক থাকতে পারে।
এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ তার ভেরিফায়েড ফেইসবুক আইডিতে এক পোস্টে জানান, মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮টা বেজে ৩০ মিনিটের পর থেকে দুপুর ১২টার মধ্যে সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে।
তিনি বলেন, সুনামগঞ্জ জেলার ওপর দিয়ে বৃষ্টিপাত অতিক্রমের সাম্ভব্য সময় সকাল ৮টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ১১টা। আর সিলেট জেলার ওপর দিয়ে বৃষ্টিপাত অতিক্রমের সাম্ভব্য সময় সকাল ১০টার পর থেকে দুপুর ১১ টা।
একই সময়ে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ও মৌলভীবাজার জেলার কোনো কোনো উপজেলার ওপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
এসআইবি/এটিআর